Wellcome to National Portal
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ এপ্রিল ২০২৫

ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এবং এ্যালায়েড সায়েন্সেস (ইনমাস), বরিশাল, বরিশাল-৮২০০

শেরই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাস
জিপিও বক্স নং-৪৩, বরিশাল-৮২০০।
ফোন: ০২৪৭৮৮৬১২১৮, ই-মেইল : nmcbsl@gmail.com

 

আমাদের সম্পর্কে 

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের পরমাণু চিকিৎসা কার্যক্রম বাস্তবায়নের অব্যাহত ধারায় দক্ষিণাঞ্চলের জনগোষ্ঠির কাছে পরমাণু চিকিৎসা ও আল্ট্রাসাউন্ড সেবা পৌঁছানোর লক্ষ্য নিয়ে ১৯৮৯ খ্রিস্টাব্দে ইনষ্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এ্যালাইড সাইন্সেস, বরিশাল কেন্দ্রটি শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্ত্বরে স্থাপিত হয়। পরবর্তীতে দুইটি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ভবণ সম্প্রসারণ ও নতুন নতুন যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে জন্মলগ্ন থেকে কেন্দ্রটি বরিশাল বিভাগের বিভিন্ন জেলাসহ আশপাশের জেলার মানুষকে সেবা দিয়ে যাচ্ছে। দিন দিন কর্মপরিধি ও রোগীর সংখ্যা বহুগুনে বৃদ্ধি পেয়েছে। যেমন ১৯৯২-৯৩ সালে রোগীর সংখ্যা ছিল ৪৯০৫ বর্তমানে রোগীর সংখ্যা ২০২৩-২৪ সালে ৩৬,৩১৭ জন)।

 

চলমান গবেষণা ও উন্নয়ন 

‘‘ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এ্যালায়েড সায়েন্সেস (ইনমাস) মিটফোর্ড, কুমিল্লা, ফরিদপুর, বরিশাল ও বগুড়া-এর সক্ষমতা বৃদ্ধি” শীর্ষক প্রকল্পের আওতায় ইনমাস, বরিশাল-এর রেনোভেশন/মডিফিকেশন/ বিউটিফিকেশন এর কাজ সমাপ্তির পথে। রোগী সেবা বৃদ্ধির লক্ষ্যে এই প্রকল্পের আওতায়  বেশকিছু আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে যেমন : SPECT-CT, Dual Head SPECT, Single Head Gamma Cammera, RIA Uptake, CLIA machine,  Thyroid Uptake System, Biochemistry analyzer, BMD Machine,  Ultrasonogram(4D Colour Dopplar সহ) ইত্যাদি যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে। রোগীদের সুপরিশর আমারদায়ক বসার ব্যবস্থা করা হয়েছে, টয়লেট সুবিধা বৃদ্ধিকরণসহ আধুনিকায়ন করা হয়েছে, সাব-স্টেশন স্থাপন ও বিদ্যমান স্থাপনা সংস্কার ও আধুনিকায়ন করা হয়েছে।

  • অত্র ইন্সটিটিউটে নিয়মিত ভাবে গবেষনা কার্যক্রম অব্যাহত রয়েছে। এসব গবেষনার ফল বিভিন্ন স্থানীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হচ্ছে ও সেমিনারে উপস্থাপিত হচ্ছে।
  • শিক্ষা কার্যক্রমের আওতায় এম.বি.বি.এস শিক্ষার্থীদের পাঠ দান করা হয়।
  • বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের থিসিস পর্ব সমাধা করা হয় ও নিউক্লিয়ার মেডিসিন ও আল্ট্রাসনোগ্রাফীর প্রশিক্ষণ প্রদান করা হয়।

 

প্রদত্ত সেবা 

রোগ নির্নয়ঃ 

১) সিন্টিগ্রাফী -  তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে  Bone scan, Renal Scan, Renogram, Thyroid Scan, Parathyroid Scan নিয়মিত করা হয়।

২) আল্ট্রাসনোগ্রাফী ও কালার ডপলার-

(ক) পেটের বিভিন্ন অংশের পরীক্ষাসহ গর্ভস্থ ভ্রনের অবস্থা, শিশু ব্রেইন, থাইরয়েড গ্লান্ড, অন্ডকোষ, স্তন, চক্ষু গোলক, মাংশপেশী ও টিভি স্ক্যান করা হয়।

(খ) ক্যারোটিড, হাত ও পায়ের রক্তনালীর ও শরীরের বিভিন্ন অঙ্গের রক্তনালীর পরীক্ষা করা হয়ে থাকে।

৩) বিএমডি -  বিএমডি মেশিন দ্বারা হাড়ের ঘণত্ব নির্নয় করা হয়।

৪) আরআইএ -  কেন্দ্রের আরআইএ ল্যাবে রক্তের  T3, T4,TSH, FT3 , FT4 ,LH, FSH, Testosteron, PRL, Progesteron  ইত্যাদি হরমোনসমূহ নির্নয় করা হয়। এছাড়াও রক্ষের  Tg / TGAb / TRAb,  TPOAb ইত্যাদি পরীক্ষাও  করা হয়।

 

রোগ নিরাময়  -

১। আয়োডিন-১৩১ দ্বারা চিকিৎসাঃ থাইরয়েড গ্রন্থির ক্যান্সার ও অতিক্রিয়াজনিত অবস্থায় আয়োডিন-১৩১ দ্বারা চিকিৎসা করা হয়।

২। আয়োডিন-১৩১ দ্বারা চিকিৎধীন রোগীদের পর্যবেক্ষণঃ চিকিৎসাত্তোর পরবর্তী জীবনের জন্য পর্যবেক্ষণ ও পরামর্শ প্রদান করা হয়।

৩। বিটা-রেডিয়েশন দ্বারা চিকিৎসাঃ চোখের টেরিজিয়াম অপারেশন-পরবর্তী অবস্থায় প্রবৃদ্ধি বন্ধ করার উদ্দেশে স্ট্রোনোশিায়ম-৯০ উৎস দ্বারা বিটা-রেডিয়েশন প্রদান করা হয়।

অত্র ইনস্টিটিউট হতে আগুনে পোড়া রোগীদের চিকিৎসার জন্য অ্যামনিওটিক মেমব্রেন সরবরাহ করা হয়।

 

সময়সূচী 

কর্ম দিবস (Working Days) :  শনিবার হতে বৃহস্পতিবার- সকাল ৮:০০ ঘটিকা হতে বেলা ২:৩০ ঘটিকা পর্যন্ত (সরকারি ছুটির দিন ব্যতীত)।

রোগী এন্ট্রির সময় :        

ক) আল্ট্রাসনোগ্রাফী       - সকাল ৮টা হতে ১০ টা

খ) কালার ডপলার         - সকাল ৮টা হতে ১০ টা

গ) সিন্টিগ্রাফী (Scan) - সকাল ৮টা হতে ৯:৩০ টা

ঘ) হরমোন                 - সকাল ৮টা হতে বেলা ১২:৩০ টা

রিপোর্ট প্রদান : 

ক) আল্ট্রাসনোগ্রাফী- পরীক্ষার দিন বেলা ১:৩০ টা হতে

খ) কালার ডপলার- পরীক্ষার পরবর্তী কর্মদিবস পরদিন দুপুর ১২টা হতে

গ) সিন্টিগ্রাফী (Scan) - পরীক্ষার পরবর্তী কর্মদিবস পরদিন দুপুর ১টা হতে

ঘ) হরমোন- T3, T4, FT3 , FT4 , TSH  প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর ১২ টা হতে

 

অর্জন

২০১৯-২০২০ অর্থ বছর হতে ২০২৩-২০২৪ অর্থ বছর পর্যন্ত মোট ৫ অর্থ বছরের রোগীর সংখ্যা ১,৫৩,৪৩৯ এবং আয় ৮,৪০,৪২,৫২০/-

 

জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অবদান

ইনস্টিটিউটের বিজ্ঞানীগণ বিভিন্ন দেশী ও আন্তর্জাতিক সেমিনার সিম্পোজিয়ামে অংশগ্রহন ও গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। গবেষণার ফলাফল দেশী ও আন্তর্জাতিক জার্নালে ছাপা হয়ে থাকে। ইন-হাউজ প্রশিক্ষনের আওতায় কর্মকর্তা ও কর্মচারীদের প্রশিক্ষণ, বহিরাগত ডাক্তারদের প্রশিক্ষণ হয়ে থাকে।

 

যোগাযোগ/জনবল

শেরই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাস
জিপিও বক্স নং-৪৩, বরিশাল-৮২০০।
ফোন: ০২৪৭৮৮৬১২১৮, ই-মেইল : nmcbsl@gmail.com

এখানে ক্লিক করুন